১৪ আগস্ট ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের উদ্যোগে এবং IEEE লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ (IEEE-LUSB)-এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী “IEEE IdeaScape — Where Posters Speak and Ideas Flow” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনে এ অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথিরা একত্রিত হন।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের প্রথম পর্বে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন আইডিয়া শেয়ারিং পোস্টার প্রেজেন্টেশনের উদ্বোধন করেন, যেখানে শিক্ষার্থীরা নানাবিধ উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। পোস্টার মূল্যায়ন করেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ইইই বিভাগের প্রভাষক ইশমাম আহমেদ চৌধুরী এবং IEEE কম্পিউটার সোসাইটি LU SB চ্যাপ্টারের উপদেষ্টা মো. জেহাদুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও IEEE-LUSB কাউন্সেলর এবং অনুষ্ঠানের সভাপতি মো. নিয়াজ মোরশেদুল হকসহ বিভাগের শিক্ষকবৃন্দ।
দ্বিতীয় পর্বে ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (EEE-২৬তম ব্যাচ) শাহ মাসুদ পারভেজ মামুন, প্রভাষক, STEMAYS এবং EEE-২৬, গবেষণা সুযোগ ও পোর্টফোলিও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অন্যদিকে EEE-২৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তারেক আনোয়ার শিকদার (এরাসমাস স্কলার) শিল্পবিপ্লবের ধাপসমূহ ও সিলেটের সঙ্গে উন্নত বিশ্বের তুলনামূলক চিত্র তুলে ধরেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদেরকে দক্ষ ও সৃজনশীল করে তুলতে আইডিয়াস্কেপ গুরুত্বপূর্ণ। এধরনের আয়োজন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগিব আলীর স্বপ্ন বাস্তবায়নের প্রতিফলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া। সমাপনী বক্তব্যে ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক এ আয়োজনকে বিভাগীয় বন্ধন, উদ্ভাবন ও প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেন। আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার সৈয়দ সালসাবিল আরিয়া সাগত বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন EEE বিভাগের ৩৫তম ব্যাচের ছাত্রী কানিজ ফাতেমা আহমেদ দীপা ও ফাতিমাহ তাসনিম সামিহা। দিনব্যাপী কর্মসূচিটি স্পন্সর করে স্ট্যালিয়ন কনসালটেন্সি, যার ব্যবস্থাপনা পরিচালক এবং LU EEE দ্বিতীয় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তাফজির জামান উচ্চশিক্ষার জন্য আবেদন ও ডকুমেন্ট প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।