শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ আগস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ

সাদাপাথর ও জাফলংয়ে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে যৌথবাহিনী

আপডেট টাইম : আগস্ট ১৩, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সাদাপাথরে পাথরলুটের ঘটনায় প্রশাসনের উচ্চ পর্যায়ের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করাসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বুধবার অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত নেয়া হয়। জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এ পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে,অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে,পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে, চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।
সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, আর্মি, বিজিবি, র‍্যাব, এনএসআই, বন বিভাগ, সওজ, এলজিইডি, বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ।

শেয়ার করুন