শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ মে ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ

সিলেটে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : মে ২৭, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার শুভ উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সুষম অগ্রগতির ভিত্তি হলো নানা রকম আইনকানুন। তিনি বলেন, আইন জানা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। রাষ্ট্র ধরে নেয় সবাই আইন জানে, তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইন প্রয়োগের পদ্ধতি জানা অত্যন্ত জরুরি। সরকারি সম্পত্তির সুরক্ষা ও মামলার ফলপ্রসূ সমাধানের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় এবং সার্টিফিকেট মামলা পরিচালনা বিষয়ে ভার্চুয়ালি আলোচনা করেন যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ। এছাড়া উচ্চ আদালত ও অধস্তন আদালতে মামলা পরিচালনায় প্রাসঙ্গিক আইন ও কৌশল এবং প্রয়োগিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ মোঃ মাসুদ পারভেজ।

কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে সিলেট বিভাগের জেলা তথ্য অফিসের ৯ জন, আঞ্চলিক তথ্য অফিসের ৫ জন, বাংলাদেশ বেতার সিলেটের ৮ জন এবং সিলেট উপকেন্দ্র, বিটিভির ৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহামদ শের মাহবুব মুরাদ বলেন, জেলা প্রশাসনের সাথে তথ্য অফিসের চমৎকার সম্পর্ক রয়েছে। নাগরিক সেবা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন