শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২১ এপ্রিল ২০২২, ২:০৩ পূর্বাহ্ণ

ইদ মোবারক

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২২ ২:০৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

কথা: আজাদ ইবনে ছানাওর

[শ্রুত্যাক্ষরবৃত্ত]

ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক
ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক।

রোজার শেষে আকাশ-দেশে
বাঁকা চাঁদের হাসি,
আসলো আবার ইদুল ফিতর
আনন্দে যাই ভাসি।

ইদ মোবারক মানেটা কি
কেবল মুখে বলা!
নাকি একে অন্যের সাথে
খুশ-মেজাজে চলা’?
মজুুর-কিষাণ সবার মুখে
ফুটাবো আজ হাসি।
আসলো আবার ইদুল ফিতর… ঐ

ইদ মোবারক মানেটা কি
নতুন জামা পরা!
নাকি একে অন্যের সাথে
মায়ার বাঁধন গড়া’?
গরিব-দুখি সবার সাথে
করবো খুশিবাসি।
আসলো আবার ইদুল ফিতর… ঐ

ইদ মোবারক মানেটা কি
ফিরনি, পুলাও খাওয়া!
নাকি একে অন্যের সাথে
জীবনের গান গাওয়া’?
এতিম, অনাথ, অসহায়ের
থাকবো পাশাপাশি।
আসলো আবার ইদুল ফিতর… ঐ

ইদ মোবারক তখন জানি
পুরো সঠিক হবে,
সব ভেদাভেদ ভুলে যখন
সবাই পাশে রবে।
দেখিয়ে দেবো জগতটাকে
ভালোবাসাবাসি।
আসলো আবার ইদুল ফিতর… ঐ

এবার ইদে প্রতিজ্ঞা হোক
সবাই সবার তরে,
তবেই ফুটবে বসন্ত-ফুল
প্রত্যেক ঘরে ঘরে।
সৃজন-সেরা জীব মানুষই
আল্লাহর দাসদাসী।
আসলো আবার ইদুল ফিতর… ঐ

ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক
ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক।

লেখক-কবি,গীতিকার ও সুরকার।

শেয়ার করুন