শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ ফেব্রুয়ারি ২০২২, ৮:১৩ অপরাহ্ণ

মাথাপিছু আয় বাড়লো

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৮, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ



শেয়ার করুন

দেশের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৯১ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১৬ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার (চূড়ান্ত)। আর জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, অর্থনীতির প্রধান তিন সূচক কৃষি, শিল্প এবং সেবা খাতের প্রবৃদ্ধি প্রাথমিক হিসাবের তুলনায় চুড়ান্ত হিসাবে বেশি হয়েছে। সে কারণে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে।

এর আগে গত বছর অগাস্ট মাসে প্রকাশিত সাময়িক হিসাবে পরিসংখ্যান ব্যুরো জানায়, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৪৩ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৪৪ ডলার হতে পারে। চূড়ান্ত হিসেবে দুটোই আরও বেড়েছে।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন