২ অক্টোবর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, বলেছেন, আধুনিক সিলেট গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে জিনিয়া এপ চালু করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা ও সেবায় এটি মাইলফলক হিসেবে কাজ করবে।তিনি বলেন, আমরা পুলিশকে মানবিক হিসেবে গড়ে তুলতে চাই।পুলিশ জনগণের বন্ধু মুখে বললে হবে না,কাজে প্রমাণ করতে হবে।তাই আমরা পুলিশের আচরণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি।একদিন সিলেট সহ বাংলাদেশের পুলিশ লন্ডনের পুলিশের মত হবে।
বুধবার দুপুরে এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের GenieA অ্যাপের শুভ উদ্বোধনকালে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
এ সময় পুলিশ কমিশনার আরো বলেন, GenieA অ্যাপ গুগল প্লে-স্টোর ও iOS-এ ডাউনলোড করা যাবে। এটি আগামী ১৬ই অক্টোবর মোগলাবাজার থানায় চালু করা হবে এবং ধাপে ধাপে অন্যান্য থানায়ও চালু করা হবে। প্রাথমিকভাবে অ্যাপটিতে দুটি ফিচার চালু করা হচ্ছে— ১। যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়ার জন্য অ্যাপে থাকা এসওএস বাটনে ক্লিক করলে ব্যবহারকারীর পরিচয়সহ একটি বার্তা কন্ট্রোল রুমে যাবে, সেখান থেকে সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে বার্তাটি পৌঁছাবে এবং দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হবে। ২। ইনসিডেন্ট রিপোর্টিংয়ের মাধ্যমে নাগরিকেরা যেকোনো অপরাধ বা অপরাধীর তথ্য সরাসরি পুলিশকে পাঠাতে পারবেন, এমনকি চাইলে শুধুমাত্র পুলিশ কমিশনার যেন দেখেন—এই ধরনের অপশনও থাকবে।
তিনি আরও জানান, GenieA অ্যাপে আরও ফিচার সংযুক্ত করা হবে, যার মধ্যে থাকবে সিসিটিভি মনিটরিং এবং AI বিশ্লেষণ, ড্রোনের মাধ্যমে শহরের নজরদারি, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্যপ্রমাণ ও বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করা, নাগরিকদের মতামত গ্রহণ ও আলোচনার জন্য সিটিজেন ইন্টারঅ্যাকশন ফিচার, AI-ভিত্তিক আইনি সহায়তা যা জিডি বা মামলার খসড়া প্রস্তুত করতে সহায়তা করবে, অন্যান্য জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বিত সিস্টেম, দুর্ঘটনার তথ্য দ্রুত ফায়ার সার্ভিসে স্থানান্তর করার ব্যবস্থা, অপরাধ প্রবণতা ও যানজটের তথ্য বিশ্লেষণের জন্য ক্রাইম হিট ম্যাপ, ট্রাফিক ফাইন পরিশোধের সুযোগ, জরুরি অ্যাম্বুলেন্স, উবার ও পাঠাও সেবা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে। তিনি বলেন, আমরা প্রায় ১৬টি ফিচার সংযুক্ত করার পরিকল্পনা করেছি। ধীরে ধীরে সব ফিচার চালু করা হবে।
তিনি নগরবাসীকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি। এ সময় তিনি সাংবাদিকদের GenieA অ্যাপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি‘র বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।