শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ

সিলেটে ডিসির হাতে ঝাড়ু, শহর পরিষ্কারে ব্যতিক্রমী দৃষ্টান্ত

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীতে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজ হাতে ঝাড়ু ধরেন শহর পরিষ্কার করতে। তিনি শুধু নির্দেশনা দিয়েই থামেননি, বরং সরাসরি অংশ নেন এই পরিচ্ছন্নতা অভিযানে।

সকাল আটটায় সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় এই কার্যক্রমে জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা ।

পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।” তিনি তার বার্তায় জানান, “এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই”। তার এই কাজ ও বক্তব্য শহরের বাসিন্দাদের জন্য একটি শক্তিশালী বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, “হকারমুক্ত, আবর্জনামুক্ত, সুন্দর সড়ক ও ব্রিজ আমাদের শহরের গর্ব হবে।” তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে নিজ জায়গা পরিচ্ছন্ন রাখতে। তার মতে, “শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে” ।

এই ঘটনাটি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে পরিচ্ছন্নতা আন্দোলনের গুরুত্বকে প্রতিফলিত করে। পরিচ্ছন্নতা যে শুধু একটি ব্যক্তিগত অভ্যাস নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বও,  ডিসি সারওয়ার আলমের এই উদ্যোগ তা স্পষ্ট করে তোলে । তার এই পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নির্মল পরিবেশ রেখে যাওয়ার দায়বদ্ধতারই ইঙ্গিত দেয় ।

জেলা প্রশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগ সিলেটবাসীকে নিজেদের শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রেরণা জুগিয়েছে। এটি একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে ।

শেয়ার করুন