শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

পর্যটন দিবসে সিলেটে সাইক্লিং শোভাযাত্রা

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য সাইক্লিং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় ক্বিন ব্রিজ থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় ক্বিন ব্রিজে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাটি ক্বিন ব্রিজ থেকে যাত্রা শুরু করে টিলাগড়, শাহী ঈদগাহ, আম্বরখানা, সুবিদ বাজার, মীরের ময়দান, রিকাবীবাজার, জিতু মিয়ার পয়েন্ট ও তালতলা অতিক্রম করে আবারো ক্বিন ব্রিজে ফিরে আসে। এতে অংশ নেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম । এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো: নূর হোসেন প্রমুখ।

পর্যটন দিবসের গুরুত্ব তুলে ধরা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ছিল এ শোভাযাত্রার মূল উদ্দেশ্য। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির সাথে এই সাইক্লিং শোভাযাত্রা সিলেটে পর্যটন সেক্টরের সম্ভাবনা ও অগ্রগতি সম্পর্কে সামাজিক আগ্রহ তৈরি করেছে।

শেয়ার করুন