শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ

চোরাচালান দমনে কড়াকড়ি বিজিবির জালে কোটি টাকার পণ্য

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ



শেয়ার করুন

 

ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার ও সোনালীচেলা সীমান্তে অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, অরিও বিস্কুট, চিনি, বিয়ার ও মদসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান চালায়।এ সময় দুটি ট্রাক ভর্তি ভারতীয় পণ্য আটক করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকা
আটককৃত ব্যক্তিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। “চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

শেয়ার করুন