১৯ জুন ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ণ
সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেট জেলা সমন্বয়ক কমিটি গঠন নিয়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। শহীদ সাংবাদিক আবু তুরাবের ছোট ভাই আহসান জাবুরকে সহ-সমন্বয়ক করে ৩১ সদস্যের একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আশাবাদ জাগিয়েছে।
নতুন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন তরুণ রাজনৈতিক সংগঠক নাজিম উদ্দিন শাহান, যিনি এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। কমিটিতে তরুণ ও প্রগতিশীল চিন্তাধারার প্রতিনিধিত্ব লক্ষণীয়। অনেকেই মনে করছেন, এই কমিটির মাধ্যমে সিলেটে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
আহসান জাবুরের অন্তর্ভুক্তি নিয়ে এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “আবু তুরাব দেশ ও গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন। তার ভাই আহসান জাবুর এখন সেই একই চেতনা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছেন। এটি কেবল একটি প্রতীকী ঘটনা নয়, বরং একটি বার্তা—আমরা শহীদের রক্তকে সম্মান করি এবং তার আদর্শকে ধারণ করে রাজনীতি করতে চাই।”
নতুন এই কমিটির মাধ্যমে আগামী দিনে সিলেটে এনসিপির সংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং সংস্কার আন্দোলনের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে—এমনই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।