১২ এপ্রিল ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনপ্রিয় নির্মাতা ও পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী সিলেট আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সহ এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ। গতকাল (১১ এপ্রিল) শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে উপদেষ্টা ফারুকীর সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলজার আহমেদ হেলাল।এছাড়া অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এনসিপির সিলেটের স্থানীয় নেতৃবৃন্দরা উপদেষ্টা মহোদয়ের খোঁজখবর নেয়ার পাশাপাশি আগামী নববর্ষ উদযাপন এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গন থেকে কিভাবে অসংগতি সমূহ দূর করা যায় এ বিষয়ে আলাপ করেন।
উল্লেখ্য যে শ্রীমঙ্গলের ফুলছড়ায় চা শ্রমিকদের আয়োজন ফাগুয়া উৎসবে যোগ দিতে উপদেষ্টা মহোদয় যাত্রাপথে সিলেটে অবস্থান করছিলেন।